বিজনেস আওয়ার প্রতিবেদক : ঘরের মাঠে ৩১১ রান করেও ভারতের বিরুদ্ধে জয় পেলো না ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগে শাই হোপের ঝড়ো সেঞ্চুরির সুবাদে ৩১১ রানের সংগ্রহ করেন স্বাগতিকরা। জবাবে ২ বল বাকি থাকতে ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এ বিশাল লক্ষ্যের তাড়ায় দারুণ ব্যাটিং করেছেন স্বীকৃত বোলার অক্ষর প্যাটেল। মাত্র ৩৫ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। এটি তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি। ইনিংসে ৩ চারের সঙ্গে পাঁচটি ছক্কা হাঁকান অক্ষর।
ভারতের জয়ের জন্য শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ঠিক ১০০ রান। ততক্ষণে সাজঘরে ফিরে গেছেন স্বীকৃত প্রথম ৫ ব্যাটার। অধিনায়ক শিখর ধাওয়ান ৩১ বলে করেন ১৩ রান। শুভমান গিল ৪৩, শ্রেয়াস আইয়ার ৬৩, সূর্যকুমার যাদব ৯ ও সানজু স্যামসন ৫১ রান করে আউট হন।
এ সময় এসেই ব্যাটিংয়ে ভেলকি দেখান অক্ষর। ওভারপ্রতি ১০ রানের মিশনে নেমে প্রথমে দীপক হুদার সঙ্গে ৩৩ বলে ৫১ রানের জুটি গড়েন অক্ষর।
দীপক ৩৬ বলে ৩৩ রানে আউট হয়ে গেলে বাকি পথ একাই পাড়ি দেন অক্ষর। তখনো জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ বলে ৫৬ রান। অক্ষরের ঝড়ে যা নেমে আসে ৬ বলে ৮ রানে।
এর আগে নিজেদের ইনিংসে ১৩৫ বলে ৮টি চার আর ৩টি ছক্কায় সর্বোচ্চ ১১৫ রান করেন ওপেনার শাই হোপ। এছাড়া ৭৭ বলে এক চার আর ৬টি ছক্কায় ৭৪ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান।
ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার কাইল মায়ার্স ও শাই হোপ। ৯.১ ওভারে ৬৫ রানের জুটি গড়ে ফেরেন মায়ার্স। তার আগে ২৩ বলে ৬টি চার আর এক ছক্কায় ৩৯ রান করেন তিনি।
এর পর সামারা ব্রুকসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭৪ বলে ৬২ রানের জুটি গড়েন হোপ। ৩৬ বলে ৩৫ রান করে ফেরেন সামারা। এর পর দ্রুত উইকেট হারান ব্র্যান্ডন কিং। ৫ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি।
এর পর অধিনায়ক নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১২৭ বলে ১১৭ রানের জুটি গড়েন ওপেনার শাই হোপ। তাদের এই জুটির কল্যাণেই বড় সংগ্রহ গড়তে সক্ষম হন ক্যারিবীয়রা। ৪৩.৪ ওভারে দলীয় ২৪৭ রানে আউট হন পুরান।
ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১০ বলে মাত্র ১৩ রান করে ফেরেন রোভম্যান পাওয়েল। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে দলের স্কোর ৩০০ গড়ে ইনিংস শেষ হওয়ার সাত বল আগে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন শাই হোপ। শেষ ৭ বলে স্কোর বোর্ডে ১১ রান যোগ করতে পারেন রোমারিও সিফার্ড।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২২/কমা