বিজনেসা আওয়ার প্রতিবেদকঃ চলমান সংকট মোকাবিলায় সি ক্যাটাগরির প্রকল্প, অপ্রয়োজনীয় কেনাকেটা এবং কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণ আপাতত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী ‘এ’ ক্যাটাগরিতে শতভাগ, ‘বি’ ক্যাটাগরিতে ৭৫ শতাংশ বাস্তবায়ন করতে বলেন। এছাড়া ‘সি’ ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ রাখতে বলেছেন।
‘সরকারি কেনাকাটা যা আপাতত প্রয়োজন নেই তা বন্ধ রাখতে বলা হয়েছে। বিদেশে প্রশিক্ষণও আপাতত স্থগিত থাকবে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সম্পর্কে মন্ত্রীসভাকে বিদেশ সফরের যথাযথ কারণ সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।’
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বিজনেস আওয়ার/ ২৫ জুলাই,২০২২/ এস এইচ