বিজনেস আওয়ার প্রতিবেদক : কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দফায় দফায় গোলাগুলিতে বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে উত্তর আমেরিকার এ দেশটির ওই প্রদেশে সিরিজ গোলাগুলির ঘটনায় তারা প্রাণ হারান।
মঙ্গলবার সেখানকার পুলিশের বরাত দিয়ে এ তথ্য প্রতিবেদন দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানায়, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলি ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন। একজন পুরুষ বন্দুকধারীই গুলি করেছে। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন। একজন পুরুষ ও একজন নারী আহত হন। নারীকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ আরো জানায়, জর্দান ড্যানিয়েল নামে ২৮ বছর বয়সি বন্দুকধারী নৃশংস এই হামলা চালিয়েছে। পরে পুলিশও গুলি ছুড়লে এতে ড্যানিয়েল গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান।
বিজনেস আওয়ার/২৬ জুলাই, ২০২২/কমা