বিনোদন ডেস্ক : ঈদকে সামনে রেখে অনেকেই শুটিং করলেও তানজিন তিশা শুটিং করেননি। তবে ঈদ উপলক্ষে মাত্র একটি নাটকের শুটিং করেছেন তিনি। নাটকের নাম ‘ভুল এ শহরের মধ্যবিত্তদেরই ছিল’। তাঁর সঙ্গে দেখা যাবে আফরান নিশোকে। গতকাল বুধবার শুরু হওয়া শুটিং চলবে আজও।
এ প্রসঙ্গে তিশা বলেন, ঈদুল আজহায় এই একটি নাটকেই অভিনয় করছি। ঈদের কোনো আমেজই পাচ্ছিলাম না। শুটিং ছাড়া নিজের কাছে ঈদকে ঈদ মনে হচ্ছিল না। ঈদ হবে, আর ঈদে আমার নতুন কোনো নাটক থাকবে না, তা কী করে হয়! তাই ভাবলাম, অন্তত একটা কাজ করি।
এই মাসের শুরুতে তানজিন তিশারও কাজে নামার কথা ছিল। কয়েকটি নাটকের শিডিউলও দিয়েছিলেন। হঠাৎ তাঁর বাবা অসুস্থ হয়ে পড়লে সব শিডিউল বাতিল করে দেন। ওই সময় জানিয়ে দিয়েছিলেন, এই ঈদে আর কাজ করবেন না। কিন্তু ঈদের সময় ঘনিয়ে এলে নিজেকে আর ঘরে আটকে রাখতে পারেননি এই অভিনেত্রী।
জানা গেছে, করোনাভাইরাসের বিস্তারের আগে শুটিং করা তিশার পাঁচটি নাটক এই ঈদে প্রচারিত হবে। ইব্রাহিম চৌধুরীর রচনায় ‘ভুল এ শহরের মধ্যবিত্তদেরই ছিল’ নাটকটি পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২০/এ