ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজারের বেশি

  • পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • 39

বিজনেস আওয়ার প্রতিবেদক : ‌বিশ্বের ৭৮টি দেশের ১৮ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। এই রোগে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ জুলাই) কোভিড বিষয়ে হাল নাগাদ তথ্য দেওয়ার সময় তিনি একথা জানান।

টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, যতক্ষণ পর্যন্ত দেশ, সম্প্রদায় এবং ব্যক্তিরা ভাইরাসের ঝুঁকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, কেবল মাত্র তখনই এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যেতে পারে।

তিনি আরো বলেন, বর্তমানে আক্রান্তদের ৯৮ শতাংশ পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করে। যারা এ ধরণের কাজ করেন তাদের উচিত হবে নিজেদের যৌন সঙ্গীর সংখ্যা কমিয়ে আনা।

ডাব্লিউএইচও গত সপ্তাহে মাঙ্কিপক্সকে বিশ্বব্যাপী জরুরি অবস্থার অধীনে এনেছে। সংস্থাটি বলছে, যৌন যোগাযোগ, চুম্বন, নিবিড় আলিঙ্গন, দূষিত পোশাক, তোয়ালে এবং বিছানার চাদরের মাধ্যমে একজন থেকে অন্য জনের শরীরে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সূত্র: ভয়েস অব আমেরিকা

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজারের বেশি

পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ‌বিশ্বের ৭৮টি দেশের ১৮ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। এই রোগে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ জুলাই) কোভিড বিষয়ে হাল নাগাদ তথ্য দেওয়ার সময় তিনি একথা জানান।

টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, যতক্ষণ পর্যন্ত দেশ, সম্প্রদায় এবং ব্যক্তিরা ভাইরাসের ঝুঁকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, কেবল মাত্র তখনই এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যেতে পারে।

তিনি আরো বলেন, বর্তমানে আক্রান্তদের ৯৮ শতাংশ পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করে। যারা এ ধরণের কাজ করেন তাদের উচিত হবে নিজেদের যৌন সঙ্গীর সংখ্যা কমিয়ে আনা।

ডাব্লিউএইচও গত সপ্তাহে মাঙ্কিপক্সকে বিশ্বব্যাপী জরুরি অবস্থার অধীনে এনেছে। সংস্থাটি বলছে, যৌন যোগাযোগ, চুম্বন, নিবিড় আলিঙ্গন, দূষিত পোশাক, তোয়ালে এবং বিছানার চাদরের মাধ্যমে একজন থেকে অন্য জনের শরীরে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সূত্র: ভয়েস অব আমেরিকা

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: