ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জনবল নিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর

  • পোস্ট হয়েছে : ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ২৯ পদের বিপরীতে ৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদগুলোর মধ্যে ফটোজিওলজিক টেকনিশিয়ান একজন, সার্ভেয়ার তিনজন, পরীক্ষাগার সহকারী তিনজন, সার্ট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আটজন, ভূপদার্থিক সহকারী একজন, হিসাব সহকারী তিনজন, ট্রান্সপোর্ট সুপারভোইজার একজন, অভ্যর্থনাকারী তথা টেলিফোন অপারেটর একজন, এসিসটেন্ট লাইব্রেরীয়ান একজন, কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন, ড্রাফটসম্যান দুইজন, যাদুঘর পরিচালক একজন, ড্রাইভার পাঁচজন, মেশিনিষ্ট একজন, ওয়েল্ডার দুইজন, অটো ইলেকট্রিশিয়ান একজন, ইন্সট্রুমেন্ট মেকানিক একজন, বই বাধাইকার একজন, ড্রাফসম্যান/ট্রেসার একজন, ড্রিলিং এসিসটেন্ট নয়জন, পরিক্ষাগার পরিচালক একজন, শর্ট ফায়ারার দুইজন, স্টোর সাহায্যকারী একজন, লেবেস রাইটার একজন, অফিস সহায়ক নয়জন, নিরাপত্তা প্রহরী ছয়জন, খালাশী একজন, মালী একজন এবং পরিচ্ছন্নতা কর্মী দুইজন নিয়োগ দেবে সরকারি এ প্রতিষ্ঠানটি।

অনলাইনে আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই সকাল ১০টা থেকে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দিতে পারবেন। আগামী ২৭ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।

আবেদন করতে এই লিংকে প্রবেশ করুন: www://gsb.teletalk.com.bd

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জনবল নিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর

পোস্ট হয়েছে : ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ২৯ পদের বিপরীতে ৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদগুলোর মধ্যে ফটোজিওলজিক টেকনিশিয়ান একজন, সার্ভেয়ার তিনজন, পরীক্ষাগার সহকারী তিনজন, সার্ট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আটজন, ভূপদার্থিক সহকারী একজন, হিসাব সহকারী তিনজন, ট্রান্সপোর্ট সুপারভোইজার একজন, অভ্যর্থনাকারী তথা টেলিফোন অপারেটর একজন, এসিসটেন্ট লাইব্রেরীয়ান একজন, কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন, ড্রাফটসম্যান দুইজন, যাদুঘর পরিচালক একজন, ড্রাইভার পাঁচজন, মেশিনিষ্ট একজন, ওয়েল্ডার দুইজন, অটো ইলেকট্রিশিয়ান একজন, ইন্সট্রুমেন্ট মেকানিক একজন, বই বাধাইকার একজন, ড্রাফসম্যান/ট্রেসার একজন, ড্রিলিং এসিসটেন্ট নয়জন, পরিক্ষাগার পরিচালক একজন, শর্ট ফায়ারার দুইজন, স্টোর সাহায্যকারী একজন, লেবেস রাইটার একজন, অফিস সহায়ক নয়জন, নিরাপত্তা প্রহরী ছয়জন, খালাশী একজন, মালী একজন এবং পরিচ্ছন্নতা কর্মী দুইজন নিয়োগ দেবে সরকারি এ প্রতিষ্ঠানটি।

অনলাইনে আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই সকাল ১০টা থেকে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দিতে পারবেন। আগামী ২৭ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।

আবেদন করতে এই লিংকে প্রবেশ করুন: www://gsb.teletalk.com.bd

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: