বিজনেস আওয়ার প্রতিবেদকঃ গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামী রবিবার (৩১ জুলাই) সকাল ছয়টা হতে বুধবার (৩ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়।
শনিবার (২৩ জুলাই) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩১ জুলাই সকাল ছয়টা হতে ৩ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক আখতারুজ্জামান বলেন, তিনদিন পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বিজনেস আওয়ার/ ২৮ জুলাই, ২০২২/ এস এইচ