বিজনেস আওয়ার প্রতিবেদকঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। একদিন বাদেই আজ রবিবার (৩১ জুলাই) নামতে হচ্ছে দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে খেলা।
আজ দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। একাদশে এসেছেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বিজনেস আওয়ার/ ৩১ জুলাই, ২০২২/ এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: