ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডলারের কারসাজি ধরতে অভিযান শুরু

  • পোস্ট হয়েছে : ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফর্মগুলোতে ডলারের কারসাজি হচ্ছে কিনা তা ধরতে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারে অনিয়ম পেলেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ব্যাংক ও আর্থিক খাতের এই নিয়ন্ত্রণ সংস্থা।

রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি জানান, ডিজিটাল প্লাটফর্মে যেখানে বাইরে থেকে লেনদেন হয় এমন সব প্রতিষ্ঠানে আজকে কেন্দ্রীয় ব্যাংকের ২টি পরিদর্শন টিম গেছে। এসব প্রতিষ্ঠান হুন্ডি বা অন্য কোনও ব্যবস্থায় ডলার কেনাবেচা করছে কিনা পরিদর্শন টিম তা খতিয়ে দেখবে। যদি কোনও অনিয়ম পাওয়া যায় তাহলে পরিদর্শন টিমের রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

ডলারে অনিয়ম পেলেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে জানিয়ে মুখপাত্র বলেন, আগে আমরা ১০টি টিম মার্কেটে পাঠিয়েছিলাম। মার্কেটে গিয়ে তারা কিছু তথ্য পেয়েছে। যা রুলস রেগুলেশন কভার করে না। যাদের লাইসেন্স আছে তারা ছাড়াও অনেকে ডলার বেচাকেনার সঙ্গে জড়িত পাওয়া গেছে। এমনও পাওয়া গেছে একটি লাইসেন্স নিয়েছে গুলশানে তাদের আরেকটা শাখা মিরপুরে আছে। যারা এমন ব্যত্যয় ঘটিয়েছে তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিচ্ছি। যাদের আমরা লাইসেন্স দিয়েছি তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। যাদের লাইসেন্স দেওয়া হয়নি এমন প্রতিষ্ঠানকে সিলগালা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্স ছাড়া যারা কাজ করছে তাদের অপরাধের ধরণ অনুযায়ী কোনটা বাতিল হতে পারে আবার কোনটা স্থগিত হতে পারে।

তিনি জানান, সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক জুলাইয়ে ১ হাজার ১৩৬ মিলিয়ন ডলার সরকারের জরুরি খাতগুলোর পণ্য আমদানির জন্য রিজার্ভ থেকে সাপোর্ট দিয়েছে।

বেশ কয়েকমাস ধরেই ডলারের বাজারে চলছে অস্থিরতা। এর ধারাবাহিকতায় গেলো সপ্তাহে দেশের খোলা বাজারে প্রতি ডলার সর্বোচ্চ ১১২ টাকা বিক্রি হয়েছে। তাতে ডলারের বাজারে সংকট তরান্বিত হয়। এরপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় ব্যাংক। খোলাবাজারে পরিদর্শন শুরু করে এই নিয়ন্ত্রণ সংস্থা। পরে ডলারের দাম কিছুটা কমেছে।

বিজনেস আওয়ার/ ৩১ জুলাই, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডলারের কারসাজি ধরতে অভিযান শুরু

পোস্ট হয়েছে : ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফর্মগুলোতে ডলারের কারসাজি হচ্ছে কিনা তা ধরতে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারে অনিয়ম পেলেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ব্যাংক ও আর্থিক খাতের এই নিয়ন্ত্রণ সংস্থা।

রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি জানান, ডিজিটাল প্লাটফর্মে যেখানে বাইরে থেকে লেনদেন হয় এমন সব প্রতিষ্ঠানে আজকে কেন্দ্রীয় ব্যাংকের ২টি পরিদর্শন টিম গেছে। এসব প্রতিষ্ঠান হুন্ডি বা অন্য কোনও ব্যবস্থায় ডলার কেনাবেচা করছে কিনা পরিদর্শন টিম তা খতিয়ে দেখবে। যদি কোনও অনিয়ম পাওয়া যায় তাহলে পরিদর্শন টিমের রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

ডলারে অনিয়ম পেলেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে জানিয়ে মুখপাত্র বলেন, আগে আমরা ১০টি টিম মার্কেটে পাঠিয়েছিলাম। মার্কেটে গিয়ে তারা কিছু তথ্য পেয়েছে। যা রুলস রেগুলেশন কভার করে না। যাদের লাইসেন্স আছে তারা ছাড়াও অনেকে ডলার বেচাকেনার সঙ্গে জড়িত পাওয়া গেছে। এমনও পাওয়া গেছে একটি লাইসেন্স নিয়েছে গুলশানে তাদের আরেকটা শাখা মিরপুরে আছে। যারা এমন ব্যত্যয় ঘটিয়েছে তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিচ্ছি। যাদের আমরা লাইসেন্স দিয়েছি তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। যাদের লাইসেন্স দেওয়া হয়নি এমন প্রতিষ্ঠানকে সিলগালা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্স ছাড়া যারা কাজ করছে তাদের অপরাধের ধরণ অনুযায়ী কোনটা বাতিল হতে পারে আবার কোনটা স্থগিত হতে পারে।

তিনি জানান, সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক জুলাইয়ে ১ হাজার ১৩৬ মিলিয়ন ডলার সরকারের জরুরি খাতগুলোর পণ্য আমদানির জন্য রিজার্ভ থেকে সাপোর্ট দিয়েছে।

বেশ কয়েকমাস ধরেই ডলারের বাজারে চলছে অস্থিরতা। এর ধারাবাহিকতায় গেলো সপ্তাহে দেশের খোলা বাজারে প্রতি ডলার সর্বোচ্চ ১১২ টাকা বিক্রি হয়েছে। তাতে ডলারের বাজারে সংকট তরান্বিত হয়। এরপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় ব্যাংক। খোলাবাজারে পরিদর্শন শুরু করে এই নিয়ন্ত্রণ সংস্থা। পরে ডলারের দাম কিছুটা কমেছে।

বিজনেস আওয়ার/ ৩১ জুলাই, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: