বিজনেস আওয়ার প্রতিবেদক : জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে মিয়ানমারের সামরিক সরকার। জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ প্রস্তাবটিতে ‘সমর্থন’ দেওয়ার পরপরই জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১ আগস্ট) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট এক প্রতিবেদনে একথা জানায়।
গত বছরের ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎক্ষাত করে সেনাবাহিনী। এর পরপরই ক্ষমতা দখল করে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং।
মিন অং হ্লাইংকে উদ্ধৃতি দিয়ে গ্লোবাল নিউ লাইট জানায়, আমাদের দেশে সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা’কে শক্তিশালী করতে হবে যা জনগণের আকাঙ্ক্ষা।
জান্তা সরকার জানায়, ২০২০ সালের নভেম্বরে সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির কারণে ক্ষমতা দখল করেছে তারা। ওই নির্বাচনে অং সান সু চির দল সহজেই জয় পেয়েছিল। তবে নির্বাচন পর্যবেক্ষণকারীরা নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ পায়ননি বলে জানান। সূত্র: রয়টার্স
বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২২/কমা