ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চবিতে ছাত্রলীগের একাংশের অবরোধ প্রত্যাহার

  • পোস্ট হয়েছে : ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ক্যাম্পাসে অবরোধ শুরুর ৩৫ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে সংগঠনের একাংশের ডাকা অবরোধ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (০২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তা প্রত্যাহারের ঘোষণা দেন কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা।

অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাস ও শাটল ট্রেনের চলাচল স্বাভাবিক হয়নি।

ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ নিয়ে আজ বেলা ১১টার দিকে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তারপরই অবরোধ প্রত্যাহার করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

চবি ছাত্রলীগের যে অংশ অবরোধ ডেকেছিল, তারা ক্যাম্পাসে মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীরকে জানানোর জন্যই অবরোধ ডাকা হয়েছিল কি না—এমন প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দিতে চাননি দেলোয়ার।

মহিবুল হাসান চৌধুরী বলেন, কারও যদি সাংগঠনিক কোনো সমস্যা থাকে, তাহলে তাঁরা সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সমাধান করবেন। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা কী করেছেন? তাঁদের ভোগান্তি কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি কঠোর হতে বলেছেন।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্ষমতাসীন ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় দপ্তর চবি শাখার ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

কমিটি ঘোষণার পরই পদবঞ্চিত নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪টি হলের প্রায় ৩০টি কক্ষ ভাঙচুর করেন। এদিন রাতেই চবির মূল ফটক আটকে দিয়ে অবরোধের ডাক দেন তাঁরা। বিক্ষুব্ধরা নেতা-কর্মীরা নতুন শাখা কমিটি গঠনের দাবি জানান।

বিজনেস আওয়ার/০২ আগস্ট,২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চবিতে ছাত্রলীগের একাংশের অবরোধ প্রত্যাহার

পোস্ট হয়েছে : ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ক্যাম্পাসে অবরোধ শুরুর ৩৫ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে সংগঠনের একাংশের ডাকা অবরোধ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (০২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তা প্রত্যাহারের ঘোষণা দেন কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা।

অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাস ও শাটল ট্রেনের চলাচল স্বাভাবিক হয়নি।

ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ নিয়ে আজ বেলা ১১টার দিকে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তারপরই অবরোধ প্রত্যাহার করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

চবি ছাত্রলীগের যে অংশ অবরোধ ডেকেছিল, তারা ক্যাম্পাসে মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীরকে জানানোর জন্যই অবরোধ ডাকা হয়েছিল কি না—এমন প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দিতে চাননি দেলোয়ার।

মহিবুল হাসান চৌধুরী বলেন, কারও যদি সাংগঠনিক কোনো সমস্যা থাকে, তাহলে তাঁরা সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সমাধান করবেন। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা কী করেছেন? তাঁদের ভোগান্তি কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি কঠোর হতে বলেছেন।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্ষমতাসীন ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় দপ্তর চবি শাখার ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

কমিটি ঘোষণার পরই পদবঞ্চিত নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪টি হলের প্রায় ৩০টি কক্ষ ভাঙচুর করেন। এদিন রাতেই চবির মূল ফটক আটকে দিয়ে অবরোধের ডাক দেন তাঁরা। বিক্ষুব্ধরা নেতা-কর্মীরা নতুন শাখা কমিটি গঠনের দাবি জানান।

বিজনেস আওয়ার/০২ আগস্ট,২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: