1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে বাংলাদেশ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আগের তিন ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। নেপালের সঙ্গে ড্র ফাইনালে ওঠার জন্য যথেষ্ট ছিল।

প্রথম তিন ম্যাচে জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে এমনিতেই ফাইনালের খুব কাছাকাছি বাংলাদেশ। আজ জিততে পারলে তো কথাই ছিলা না, ড্র করলেও ফাইনালে ওঠার কথা বাংলাদেশের। এমনকি হারলেও ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল। কারণ, প্রতিপক্ষ নেপাল আগের ম্যাচেই ভারতের কাছে ৮ গোল হজম করে বসে আছে।

এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে নেপালকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে প্রথম গোল দিয়ে এগিয়ে যায় তারা। যদিও পরে গোল হজম করে ম্যাচটি ড্র মেনেই মাঠ ছেড়েছে তারা। কিন্তু সে সঙ্গে ফাইনালও নিশ্চিত করে নিলো তারা।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলে নিজেরা যেমন গোল আদায় করতে পারেনি, তেমনি নিজেরাও গোল হজম করেনি। প্রথমার্ধ শেষ হলো তাই গোলশূন্য ড্র দিয়ে।

এরপর ম্যাচের ৬৩তম মিনিটে পিয়াস আহমেদ নোভার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৮তম মিনিটে সমতায় ফেরে নেপাল।

বিজনেস আওয়ার/ ০২ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ