বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে আরো সাড়ে ১১ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো প্রায় দুই হাজার মানুষ মারা গেছেন। বুধবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৮ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৪৮৮ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৫৮ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১০৭ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ১১ লাখ ৬২ হাজার ৩৮১ জন।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৪ লাখ ২৩ হাজার ৯২৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৪ লাখ ২২ হাজার ১২১ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে এক হাজার ৮০২ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৫ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৩১৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৭০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫৫ হাজার ৯৭৫ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ১৪৪ জন। মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ৪৭৭ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৪২৮ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৭৯ হাজার ০৬৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০২২/পিএস