বিজনেস আওয়ার প্রতিবেদকঃ জ্বালানি তেলের দাম বাড়ার খবরে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার (৬ আগস্ট) সকাল থেকে নগরীর ফার্মগেট, মহাখালী, মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় এ দুর্ভোগ দেখা গেছে। রাস্তায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অনেক যাত্রী। কিন্তু গাড়ির দেখা মিলছে একেবারে কম। এসব গাড়িতে উঠতে যাত্রীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। তবে হুড়োহুড়ি করে বাসে ওঠতে না পেরে বয়স্ক ও নারী-শিশুদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ।
আব্দুল হাই নামে এক পোশাক শ্রমিক বলেন, সকাল থেকে বৃষ্টি মধ্যে দাঁড়িয়ে আছি বাসের জন্য। কিন্তু প্রতিদিন যে পরিমাণ বাস সড়কে চলাচল করে আজ সেই পরিমাণ বাস নেই। নির্দিষ্ট সময় আজ হয়তো অফিসে পৌঁছাতে পারবো না।
গাজীপুর থেকে মিরপুরে অফিস আসেন ইসমাইল হোসেন নামে এক চাকরিজীবী। তিনি বলেন, জানতামই না তেলের দাম বাড়ছে। রাস্তায় বের হয়ে দেখি গাড়ি নেই। পরে ভেঙে ভেঙে বেশি টাকা খরচ করে আসলাম। আসলে সব কিছুর দাম বাড়ে কিন্তু বেতন বাড়ে না। তেলের দাম বাড়ার পর তো আবার বাস ভাড়া বাড়বে। আমাদের মতো নিম্ম আয়ের মানুষের কষ্ট আরও বাড়বে।
বিজনেস আওয়ার/০৬ আগস্ট,২০২২/ এস এইচ