ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাবুলে বোমা বিস্ফোরণ, নিহত ১০

  • পোস্ট হয়েছে : ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • 71

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় সময় শুক্রবার (০৫ আগস্ট) শিয়া আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮ জন। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

আইএস-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম কাবুলে হামলায় ২০ জন হতাহত হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, একটি জনবহুল এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে আহতদের সহায়তা করতে লোকজন এদিক সেদিকে ছোটাছুটি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সবজির একটি ভ্যানে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে নারী, শিশুসহ ৫০ জনের বেশি হতাহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ওই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণে আহতদের মধ্যে বেশির ভাগের অবস্থাই বেশ গুরুতর।

এই কট্টরপন্থি জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে যেসব হামলা হয়েছে সেগুলোর দায় স্বীকার করেছে। এসব হামলার বেশিরভাগই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর চালানো হয়েছে।

আইএসের আফগানিস্তান শাখা ২০১৪ সাল থেকে সেখানে তৎপরতা চালিয়ে আসছে। তালেবান গত বছরের অগাস্টে ক্ষমতা নেওয়ার পর থেকে আইএসকেই দেশটির সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সূত্রঃ রয়টার্স

বিজনেস আওয়ার/০৬ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাবুলে বোমা বিস্ফোরণ, নিহত ১০

পোস্ট হয়েছে : ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় সময় শুক্রবার (০৫ আগস্ট) শিয়া আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮ জন। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

আইএস-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম কাবুলে হামলায় ২০ জন হতাহত হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, একটি জনবহুল এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে আহতদের সহায়তা করতে লোকজন এদিক সেদিকে ছোটাছুটি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সবজির একটি ভ্যানে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে নারী, শিশুসহ ৫০ জনের বেশি হতাহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ওই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণে আহতদের মধ্যে বেশির ভাগের অবস্থাই বেশ গুরুতর।

এই কট্টরপন্থি জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে যেসব হামলা হয়েছে সেগুলোর দায় স্বীকার করেছে। এসব হামলার বেশিরভাগই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর চালানো হয়েছে।

আইএসের আফগানিস্তান শাখা ২০১৪ সাল থেকে সেখানে তৎপরতা চালিয়ে আসছে। তালেবান গত বছরের অগাস্টে ক্ষমতা নেওয়ার পর থেকে আইএসকেই দেশটির সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সূত্রঃ রয়টার্স

বিজনেস আওয়ার/০৬ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: