ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভাড়া বাড়তে পারে সিটি সার্ভিসে ১৩, দূরপাল্লায় ১৬ ও লঞ্চে ২০ শতাংশ

  • পোস্ট হয়েছে : ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • 57

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ছে। রাজধানীসহ দেশের সিটি এলাকায় বাস ভাড়া ১৩ দশমিক ১৬ ভাগ বেড়ে প্রতি কিলোমিটারে ২ দশমিক ৪৩ টাকা, দূরপাল্লায় ভাড়া ১৬ দশমিক ২২ ভাগ বেড়ে প্রতি কিলোমিটারে ২ দশমিক ০৯২ টাকা হতে পারে।

আর লঞ্চের ভাড়া ১৯ দশমিক ১৮ ভাগ বেড়ে কিলোমিটার প্রতি ২ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হতে পারে।

জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক গোপন প্রতিবেদন জ্বালানি বিটের সাংবাদিকদের গ্রুপে শেয়ার হয়েছে। সেখানে থেকেই জানা গেছে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এ তথ্য।

বাস ভাড়া সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে বিআরটিএ থেকেই, আর লঞ্চ ভাড়া নির্ধারণ করে বিআইডব্লিটিএ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা। সেখান থেকেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের দাম নির্ধারণের আগেই পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেছিল জ্বালানি বিভাগ।

সে বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তেলের মূল্য সমন্বয়ের পর পরিবহন মালিকদের কোনোধরনের অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সকালে থেকেই নগরীতে আছে গণপরিবহন সংকট। পরিবহন মালিকরা শুধু জ্বালানি নয়, অন্য খরচগুলো সমন্বয় করে ভাড়া নির্ধারণেরও দাবি জানিয়েছেন।

সিটি সার্ভিসে ভাড়া বাড়বে ১৩ শতাংশ

সিটি এলাকার বাসের আসন সংখ্যা ৫২ ধরা হয়েছে। তবে এক্ষেত্রে যাত্রী পূর্ণতা ৯৫ ভাগ হিসেবে যাত্রী সংখ্যা ৪৮ জন ধরা হয়েছে। বর্তমান প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ২ দশমিক ১৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বৃদ্ধি পেতে পারে ১৩ দশমিক ৬০ টাকা। সে হিসাবে প্রতি কিলোমিটারে এ ভাড়া বৃদ্ধি পাবে ০ দশমিক ২৮৩ টাকা। এর ফলে প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সা (২ দশমিক ১৫+০ দশমিক ২৮৩)। অর্থাৎ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার হবে ১৩ দশমিক ১৬ ভাগ।

দূরপাল্লার পরিবহন ভাড়া বাড়বে ১৬ শতাংশ

দূরপাল্লার বাসের (৫২ সিটের) ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করার জন্য ৭০ ভাগ যাত্রী পূর্ণতার হিসাব ধরে ৩৫ দশমিক ০৭ জন নির্ধারণ করা হয়েছে। ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে কিলোমিটার প্রতি খরচ বেড়েছে ১০ দশমিক ৪৬ টাকা। সেই হিসাবে কিলোমিটার প্রতি ভাড়া ০.৯২২ টাকা ভাড়া বাড়ার কথা। এতে যাত্রীপ্রতি প্রতি কিলো মিটারে এ বাস ভাড়া হবে ২ দশমিক ০৯২ টাকা (১.৮০+০.২৯২)। অর্থাৎ ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার ১৬ দশমিক ২২ ভাগ।

লঞ্চ ভাড়া বাড়বে প্রায় ২০ শতাংশ

যাত্রীবাহী লঞ্চের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ১৯ টাকা। ডিজেলের বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চের জ্বালানি খরচ বৃদ্ধি ৪২ শতাংশ। বর্তমানে যাত্রী ভাড়ার পরিপ্রেক্ষিতে পরিচালন ব্যয়ের বিভাজন অনুযায়ী জ্বালানি খরচ বাড়বে ২ দশমিক ১৯ টাকার ৪৫ শতাংশ হিসেবে ০ দশমিক ৯৯ টাকা। ডিজেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে লঞ্চে যাত্রী ভাড়া বৃদ্ধির পরিমাণ ০ দশমিক ৪১৫৮ বা ৪২ পয়সা (০ দশমিক ৯৯- এর ৪২ শতাংশ) বৃদ্ধি পেতে পারে। ডিজেলের মূল্য বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চে ভাড়া বৃদ্ধির হার দাঁড়াবে ১৯ দশমিক ১৮ শতাংশ।

বিজনেস আওয়ার/ ০৬ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভাড়া বাড়তে পারে সিটি সার্ভিসে ১৩, দূরপাল্লায় ১৬ ও লঞ্চে ২০ শতাংশ

পোস্ট হয়েছে : ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ছে। রাজধানীসহ দেশের সিটি এলাকায় বাস ভাড়া ১৩ দশমিক ১৬ ভাগ বেড়ে প্রতি কিলোমিটারে ২ দশমিক ৪৩ টাকা, দূরপাল্লায় ভাড়া ১৬ দশমিক ২২ ভাগ বেড়ে প্রতি কিলোমিটারে ২ দশমিক ০৯২ টাকা হতে পারে।

আর লঞ্চের ভাড়া ১৯ দশমিক ১৮ ভাগ বেড়ে কিলোমিটার প্রতি ২ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হতে পারে।

জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক গোপন প্রতিবেদন জ্বালানি বিটের সাংবাদিকদের গ্রুপে শেয়ার হয়েছে। সেখানে থেকেই জানা গেছে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এ তথ্য।

বাস ভাড়া সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে বিআরটিএ থেকেই, আর লঞ্চ ভাড়া নির্ধারণ করে বিআইডব্লিটিএ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা। সেখান থেকেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের দাম নির্ধারণের আগেই পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেছিল জ্বালানি বিভাগ।

সে বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তেলের মূল্য সমন্বয়ের পর পরিবহন মালিকদের কোনোধরনের অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সকালে থেকেই নগরীতে আছে গণপরিবহন সংকট। পরিবহন মালিকরা শুধু জ্বালানি নয়, অন্য খরচগুলো সমন্বয় করে ভাড়া নির্ধারণেরও দাবি জানিয়েছেন।

সিটি সার্ভিসে ভাড়া বাড়বে ১৩ শতাংশ

সিটি এলাকার বাসের আসন সংখ্যা ৫২ ধরা হয়েছে। তবে এক্ষেত্রে যাত্রী পূর্ণতা ৯৫ ভাগ হিসেবে যাত্রী সংখ্যা ৪৮ জন ধরা হয়েছে। বর্তমান প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ২ দশমিক ১৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বৃদ্ধি পেতে পারে ১৩ দশমিক ৬০ টাকা। সে হিসাবে প্রতি কিলোমিটারে এ ভাড়া বৃদ্ধি পাবে ০ দশমিক ২৮৩ টাকা। এর ফলে প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সা (২ দশমিক ১৫+০ দশমিক ২৮৩)। অর্থাৎ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার হবে ১৩ দশমিক ১৬ ভাগ।

দূরপাল্লার পরিবহন ভাড়া বাড়বে ১৬ শতাংশ

দূরপাল্লার বাসের (৫২ সিটের) ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করার জন্য ৭০ ভাগ যাত্রী পূর্ণতার হিসাব ধরে ৩৫ দশমিক ০৭ জন নির্ধারণ করা হয়েছে। ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে কিলোমিটার প্রতি খরচ বেড়েছে ১০ দশমিক ৪৬ টাকা। সেই হিসাবে কিলোমিটার প্রতি ভাড়া ০.৯২২ টাকা ভাড়া বাড়ার কথা। এতে যাত্রীপ্রতি প্রতি কিলো মিটারে এ বাস ভাড়া হবে ২ দশমিক ০৯২ টাকা (১.৮০+০.২৯২)। অর্থাৎ ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার ১৬ দশমিক ২২ ভাগ।

লঞ্চ ভাড়া বাড়বে প্রায় ২০ শতাংশ

যাত্রীবাহী লঞ্চের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ১৯ টাকা। ডিজেলের বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চের জ্বালানি খরচ বৃদ্ধি ৪২ শতাংশ। বর্তমানে যাত্রী ভাড়ার পরিপ্রেক্ষিতে পরিচালন ব্যয়ের বিভাজন অনুযায়ী জ্বালানি খরচ বাড়বে ২ দশমিক ১৯ টাকার ৪৫ শতাংশ হিসেবে ০ দশমিক ৯৯ টাকা। ডিজেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে লঞ্চে যাত্রী ভাড়া বৃদ্ধির পরিমাণ ০ দশমিক ৪১৫৮ বা ৪২ পয়সা (০ দশমিক ৯৯- এর ৪২ শতাংশ) বৃদ্ধি পেতে পারে। ডিজেলের মূল্য বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চে ভাড়া বৃদ্ধির হার দাঁড়াবে ১৯ দশমিক ১৮ শতাংশ।

বিজনেস আওয়ার/ ০৬ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: