বিজনেস আওয়ার প্রতিবেদকঃ জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পরিপ্রেক্ষিতে নৌযানে যাত্রী ভাড়া সমন্বয়ের লক্ষ্যে আটটি প্রস্তাব দিয়েছে ওয়ার্কিং কমিটি। কমিটি ১৯, ২২, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪২ অথবা ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে।
সোমবার (৮ আগস্ট) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়াবৃদ্ধির বিষয়ে বলেন, মালিকপক্ষ প্রস্তাব দিয়েছে। তবে আমরা যৌক্তিক মনে করছি না। এজন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্কিং কমিটি সরকারের কাছে প্রস্তাব দেবে। সে অনুযায়ী ভাড়া বাড়ানো হবে।
বিজনেস আওয়ার/০৮ আগস্ট,২০২২/ এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: