নিজস্ব প্রতিবেদকঃ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।
সোমবার (৮ আগস্ট) থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমূদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সাগর উত্তাল থাকায় ইতোমধ্যে জেলার অধিকাংশ মাছধরা ট্রলার মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টা উপকূলীয় এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া বাতাসের চাপ আরও বাড়তে পারে।
বিজনেস আওয়ার/০৯ আগস্ট,২০২২/ এস এইচ