ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মহামারী কাটিয়ে বের হল তাজিয়া মিছিল

  • পোস্ট হয়েছে : ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • 48

নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়। কারবালা প্রান্তরে ঘটে যাওয়া ট্রাজেডিকে স্মরণে পুরান ঢাকায় শিয়া সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে খ্যাত ইমামবাড়া থেকে শুরু হয় এই মিছিল। এতে অংশ নেন সব বসয়ী নারী-পুরুষ।

হোসেনি দালানের ইমামবাড়া থেকে সকাল ১০টায় বের হওয়া মিছিলটি বকশিবাজার, উর্দুরোড, লালবাগ চৌরাস্তা, ঘোড়া শহীদের মাজার, আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমণ্ডি দুই নম্বর সড়কের লেক পাড়ে কারবালার ময়দান নাম স্থানে গিয়ে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, মিছিলে ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা হাতে নিয়ে চলতে দেখা গেছে পুরুষ, তরুণ, নারীদের। উপস্থিত ছিলেন বয়স্ক থেকে শিশুরাও।

কালো-লাল-সবুজের নিশান উড়িয়ে কারবালার শোকের মাতম ওঠে শত শত মানুষের অংশ নেওয়া এই মিছিলে। বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ কান্নার মাতম ধ্বনি তুলে এগিয়ে যায় মিছিলটি।

মিছিলের প্রথম অংশে দুটি কালো গম্বুজ বহন করা হয়েছে। জানা গেছে, বিবি ফাতেমাকে স্মরণ করে এই গম্বুজ বহন করা হয়েছে। মিছিলে কালো কাপড় দিয়ে হোসাইন (রা.)-এর প্রতীকী মরদেহ বহন করেন মিছিলে উপস্থিত মানুষেরা।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। মিছিলের সঙ্গেও ছিল পুলিশ।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মহামারী কাটিয়ে বের হল তাজিয়া মিছিল

পোস্ট হয়েছে : ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়। কারবালা প্রান্তরে ঘটে যাওয়া ট্রাজেডিকে স্মরণে পুরান ঢাকায় শিয়া সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে খ্যাত ইমামবাড়া থেকে শুরু হয় এই মিছিল। এতে অংশ নেন সব বসয়ী নারী-পুরুষ।

হোসেনি দালানের ইমামবাড়া থেকে সকাল ১০টায় বের হওয়া মিছিলটি বকশিবাজার, উর্দুরোড, লালবাগ চৌরাস্তা, ঘোড়া শহীদের মাজার, আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমণ্ডি দুই নম্বর সড়কের লেক পাড়ে কারবালার ময়দান নাম স্থানে গিয়ে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, মিছিলে ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা হাতে নিয়ে চলতে দেখা গেছে পুরুষ, তরুণ, নারীদের। উপস্থিত ছিলেন বয়স্ক থেকে শিশুরাও।

কালো-লাল-সবুজের নিশান উড়িয়ে কারবালার শোকের মাতম ওঠে শত শত মানুষের অংশ নেওয়া এই মিছিলে। বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ কান্নার মাতম ধ্বনি তুলে এগিয়ে যায় মিছিলটি।

মিছিলের প্রথম অংশে দুটি কালো গম্বুজ বহন করা হয়েছে। জানা গেছে, বিবি ফাতেমাকে স্মরণ করে এই গম্বুজ বহন করা হয়েছে। মিছিলে কালো কাপড় দিয়ে হোসাইন (রা.)-এর প্রতীকী মরদেহ বহন করেন মিছিলে উপস্থিত মানুষেরা।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। মিছিলের সঙ্গেও ছিল পুলিশ।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: