বিজনেস আওয়ার প্রতিবেদক : রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ১১ জন প্রাণ হারিয়েছে। মঙ্গলবার রাতভর রুশ বাহিনীর হামলায় তার প্রাণ হারায়।
দিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর ভ্যালেনটির রেজনিচেনকো এমন দাবি করেছে।
এদিকে ব্রিটেন দাবি করছে ইউক্রেনে রাশিয়া আরও শক্তি বৃদ্ধি করছে। বিশেষ করে পদাতিক বাহিনীর সদস্য বাড়াচ্ছে।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তৃতীয় সেনা কর্পস নামে মস্কো থেকে নতুন একটি সেনা ইউনিট পাঠানো হচ্ছে ইউক্রেনে।
রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। সূত্র : রয়টার্স
বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: