নিজস্ব প্রতিবেদক: বেড়েছে জ্বালানি তেলের দাম। বিপাকে পড়েছেন মোটরযান ব্যবহারকারীরা। বাস, ট্রাক কিংবা লঞ্চ মালিকদের চেয়ে একটু বেশিই বিপদে পড়েছেন মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করেন তারা। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অবশ্য তাদের আশ্বস্ত করতে শুনিয়েছেন আশার বাণী। বলেছেন এমন কিছু উপায় যেগুলো মেনে চললে তেল সাশ্রয় করা সম্ভব।
১. গাড়ির ইঞ্জিনসহ অন্যান্য যন্ত্রের নিয়মিত যত্ন নিতে হবে। সেগুলো পরিষ্কার রাখতে হবে বিশেষ করে কম্প্রেশার এবং পিস্টন।
২. অবশ্যই ভালো মানের পাম্প থেকে তেল নিতে হবে। কোনো অবস্থাতেই বাইরের দোকান থেকে খোলা তেল কিনে ব্যবহার করা যাবে না।
৩. মোটরসাইকেল বা যানবাহনে অতিরিক্ত ওজন বহন করা যাবে না। ওজন ইঞ্জিনের ওপর চাপ তৈরি করে যেটি তেল খরচের সঙ্গে সম্পর্কিত।
৪. চাকায় সঠিক পরিমাণে হাওয়া রাখতে হবে। খুব কম অথবা বেশি হাওয়া ক্ষতিকর।
৫. চলাচলের জন্য ভাঙা রাস্তা পরিহার করতে হবে।
৬. ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সব সময় পরিষ্কার রাখতে হবে এবং নিয়মিত চেক করতে হবে।
৭. লো গিয়ারের চেয়ে টপ গিয়ারে গাড়ি চালালে তেল সাশ্রয় বেশি হয়।
৮. রোদে গাড়ি রাখবেন না, ছায়াযুক্ত স্থানে গাড়ি রাখুন।
৯. বাইকের চেইনে টানটান ভাব রাখুন। নিয়মিত পরীক্ষা করুন। চেইন ঢিলা হলে তেল বেশি খরচ হবে।
১০. আরপিএম ৫০০০ থেকে ৬০০০ এর মধ্যে রাখা ভালো। ঘন ঘন গিয়ার পরিবর্তন করা যাবে না।
বিজনেস আওয়ার/১০ আগস্ট,২০২২/এস এইচ
Very good advice