নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো খোলা বাজারে ডলারের দাম মাইলফলক স্পর্শ করেছে। ডলার বিক্রি হচ্ছে ১১৯ টাকা করে। একদিন আগে গত সোমবার খোলা বাজারে ডলারের দাম ছিল ১১৫ টাকা।
বুধবার (১০ আগস্ট) চার টাকা বেড়ে ১১৯ টাকায় বিক্রি হচ্ছে ডলার।
মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। এ হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা।
নগদ ডলারের সংকটের কারণে অধিকাংশ মানি এক্সচেঞ্জ বিক্রির চেয়ে কেনায় বেশি আগ্রহ।
খোলা বাজার ডলার বিক্রিতারা বলছেন, বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলার সংকট। বিক্রির চেয়ে কিনছে বেশি।
বিক্রেতারা জানিয়েছেন, এতোদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংক ও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না।
দীর্ঘদিন ধরে খোলাবাজারের ডলার বিক্রেতা রিপন মিয়ার কাছে ডলারের দাম জানতে চাইলে বলেন, “এখন ডলার নাই, কেউ বিক্রি করলে ১১৫ থেকে ১১৬ টাকা রেট দেবো।
বিক্রির রেট কত জানতে চাইলে বলেন, বিক্রি করার মতো ডলার নেই।
বিজনেস আওয়ার/ ১০আগস্ট,২০২২/ এস এইচ