বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : করোনা পজিটিভ হয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। শনিবার (১ আগস্ট) রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে সরকারী বাসভবনেই আইসোলেশনে রয়েছেন তিনি।
এ তথ্য নিশ্চিত করে জেলার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বলেন, চারদিন আগে পুলিশ সুপার জাহিদুল ইসলাম করোনার নমুনা প্রদান করেন। এরপর গতকাল শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পরীক্ষিত যে ৩০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায় তাদের মধ্যে পুলিশ সুপারের রিপোর্টও পজিটিভ এসেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে থেকে জাহিদুল ইসলামের শরীরে করোনা ভাইরাসের কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর নমুনা দিয়ে তিনি সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গতকাল রাতে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে দুর্বল নয়।
বিজনেস আওয়ার/০২ আগস্ট, ২০২০/এ