বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ ফান্ডের ট্রাস্টি বুধবার (১০ আগস্ট) ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় গড়ে ৬.৩৬% হারে ৫৭ কোটি ২ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। যে ফান্ডগুলোর নিট মুনাফা হয়েছে ৫৬ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ মুনাফার ১০১% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ফান্ডগুলোর মধ্যে সর্বোচ্চ ১৫% এসইএমএল গ্রোথ ফান্ড এবং সর্বনিম্ন ৪% হারে আইএফআইএল ইসলামিক ফান্ড-১ এর ট্রাস্টি লভ্যাংশ ঘোষণা করেছে।
গড়ে ৬.৩৬% হারে লভ্যাংশ ঘোষণা করা ফান্ডগুলোর গড় ইউনিট দর আছে ৮.৩১ টাকা। এ বিবেচনায় লভ্যাংশের প্রকৃত হার (ডিভিডেন্ড ইল্ড) ৭.৬৫%।
ওই ১১টি ফান্ডের মধ্যে এ বছর মুনাফার থেকে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে ৫টি ফান্ডের ট্রাস্টি। যা ২০২১-২২ অর্থবছরের মুনাফা ও রিটেইন আর্নিংস (আগের অর্জিত মুনাফা) থেকে সমন্বয় করে দেওয়া হয়েছে।
ফান্ডগুলোর মধ্যে বুধবার লেনদেন শেষে সর্বোচ্চ দরে এবং একমাত্র অভিহিত মূল্যের উপরে ছিল ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড। এই ফান্ডটির দর ছিল ১০.৬০ টাকায়। আর সর্বনিম্ন ৬.৬০ টাকায় ছিল সর্বনিম্ন লভ্যাংশ ঘোষণা করা আইএফআইএল ইসলামিক ফান্ড-১ এর।
নিম্নে ফান্ডগুলোর লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-
ফান্ডের নাম | লভ্যাংশের হার | লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) | ইউনিট দর (টাকা) | মুনাফা (কোটি টাকা) |
এসইএমএল গ্রোথ ফান্ড | ১৫% | ১০.৯৪ | ৮.৮০ | ৬.৭৮ |
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনি | ৯% | ৮.৮৩ | ৯.২০ | ১২.৫৬ |
এসইএমএল শরীয়াহ ফান্ড | ৬% | ৬ | ৮.৭০ | ৫.২০ |
আইসিবি এএমসিএল ২য় ফান্ড | ৬% | ৩ | ৮.৯০ | ২.৯৫ |
আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক | ৫% | ৫ | ৮.০০ | ৫.১০ |
আইসিবি এএমসিএল ৩য় এনআরবি | ৫% | ৫ | ৬.৭০ | ৫.৩০ |
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড | ৫% | ৩ | ১০.৬০ | ৩ |
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি ফান্ড | ৫% | ৫ | ৭.৭০ | ৫ |
আইসিবি এমপ্লয়ীজ এমএফ১: স্কীম১ | ৫% | ৩.৭৫ | ৭.১০ | ৪.৪৩ |
এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড | ৫% | ২.৫০ | ৯.১০ | ২.৩০ |
আইএফআইএল ইসলামিক ফান্ড-১ | ৪% | ৪ | ৬.৬০ | ৩.৯০ |
মোট ১১ ফান্ড | গড় ৬.৩৬% লভ্যাংশ | মোট ৫৭.০২ কোটি টাকা | গড় ৮.৩১ টাকা | ৫৬.৫২ কোটি টাকা |
বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২২/আরএ
One thought on “মুনাফার থেকে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে এগারো ফান্ড”