আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছে বিশ্বের প্রায় দেড় শতাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তারই অংশ হিসেবে ভারতে করোনা চিকিৎসায় কো-ভ্যাকসিন নিয়ে কাজ করছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (পিজিআইএমএস)।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কো-ভ্যাকসিনে দারুণ সাফল্য পেয়েছে তারা। এমনকি এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রথম ধাপের ট্রায়ালে কো-ভ্যাকসিনে দারুণ সাফল্য পেয়েছে পিজিআইএমএস। প্রথম ধাপের পরীক্ষায় তারা লেটার মার্ক পেয়েছে। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম নিউজ১৮।
সংবাদ মাধ্যমটিকে পিজিআইএমএস জানিয়েছে, যাদের যাদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এবং তাদের শরীরে দীর্ঘ মেয়াদি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। সুতরাং আমরা ধরেই নিতে পারি এটা অত্যন্ত একটা আশার খবর আমাদের জন্য।
পিজিআইএমএস’র দাবি, প্রথম ধাপে ৫০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করে তারা আশাব্যঞ্জক ফল পেয়েছে। এতোটাই আশাব্যঞ্জক ফল পেয়েছে যে তারা এরই মধ্যে দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু করেছে।
বিজনেস আওয়ার/০২ আগস্ট, ২০২০/এ