বিজনেস আওয়ার প্রতিবেদক : ছুরিকাঘাতের একদিন পর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদিকে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়েছে এবং তিনি কথাও বলতে পারছেন। রবিবার (১৪ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে সালমান রুশদির মুখপাত্র (এজেন্ট) অ্যান্ড্রু ওয়াইলি বলেছিলেন, রুশদি একটি চোখ হারাতে পারেন।
এদিকে সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। হাদি নিজেকে নির্দোষ দাবি করলেও তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। হাদি নামের ওই যুবক দৌড়ে মঞ্চে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: