1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
'করোনার প্রভাব আরও কয়েক দশক থাকবে'
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

‘করোনার প্রভাব আরও কয়েক দশক থাকবে’

  • পোস্ট হয়েছে : রবিবার, ২ আগস্ট, ২০২০
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের প্রকোপ আগামী আরো কয়েক দশক থাকবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউএইচও’র (হু) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। শুক্রবার ডাব্লিউএইচও’র জরুরি কমিটির এক বৈঠকে এ কথা বলেন তিনি।

হু মহাপরিচালক বলেন, আগামী কয়েক দশক ধরে চলতে পারে করোনা মহামারির প্রভাব। করোনাভাইরাস নিয়ে বিভিন্ন গবেষণায় অনেক কিছুই জানা গেছে, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো এ ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর মেলেনি। সব মিলিয়ে আগামী আরো কয়েক দশক করোনার বিভিন্ন নেতিবাচক প্রভাব অনুভূত হবে।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস আরও বলেন, আক্রান্ত অনেক দেশেই পুনরায় এর প্রকোপ বাড়ছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই এখনো এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। করোনা মহামারি বিশ্বের একেক দেশে একেক রকম স্বাস্থ্য সমস্যা তৈরি করছে।

বিজনেস আওয়ার/০২ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ