ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ ম্যাচের জয়ে হোয়াইটওয়াশ এড়ালো উইন্ডিজ

  • পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • 66

নিজস্ব প্রতিবেদক: অবশেষে পর পর দুটি টি-টোয়েন্টিতে হারের পর জয়ের দেখা পেলো ওয়েস্ট ইন্ডিজ। রবিবারের (১৪ আগস্ট)ম্যাচে ব্র্যান্ডন কিং ও শামারাহ ব্রুকসের ১০২ রানের ওপেনিং জুটিতে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো স্বাগতিকরা।

টস জিতে নিউ জিল্যান্ড ৭ উইকেটে করে মাত্র ১৪৫ রান। গড়পড়তার নিচে ছিল তাদের ব্যাটিং। অথচ প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৮৫ ও দ্বিতীয়টিতে সমান সংখ্যক উইকেটে ২১৫ রান করেছিল তারা।

ওয়েস্ট ইন্ডিজ এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়। ১৯ ওভারে ২ উইকেটে ১৫০ রান করে তারা। জিমি নিশামকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক রভম্যান পাওয়েল। তাতে উইন্ডিজ ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ শেষ করলো। সব ফরম্যাট মিলিয়ে পাঁচ ম্যাচ পর প্রথম জয় পেলো তারা।

বাঁহাতি স্পিনার আকিল হোসেন সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমে ২৮ রান খরচায় নেন ২উইকেট। অলরাউন্ডার ওডিন স্মিথ ক্যারিয়ার সেরা বোলিং করেন ৩ উইকেটে ২৯ রান দিয়ে।

ইনজুরিতে প্রথম দুই ম্যাচ বাইরে থাকা কিং রান তাড়া করতে নেমে আগ্রাসী ছিলেন, ৩৫ বলে করেন ৫৩ রান। ব্রুকস পুরো ইনিংসে ক্রিজে ছিলেন, ৫৯ বলে ৫৬ রান করেন। আর পাওয়েল ১৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আসেন।

নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন গ্লেন ফিলিপস। ১৩৪ রান করে সিরিজ সেরা তিনি। ম্যাচসেরা হয়েছেন ঝড়ো ইনিংস খেলা কিং।

বিজনেস আওয়ার/ ১৫ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেষ ম্যাচের জয়ে হোয়াইটওয়াশ এড়ালো উইন্ডিজ

পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: অবশেষে পর পর দুটি টি-টোয়েন্টিতে হারের পর জয়ের দেখা পেলো ওয়েস্ট ইন্ডিজ। রবিবারের (১৪ আগস্ট)ম্যাচে ব্র্যান্ডন কিং ও শামারাহ ব্রুকসের ১০২ রানের ওপেনিং জুটিতে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো স্বাগতিকরা।

টস জিতে নিউ জিল্যান্ড ৭ উইকেটে করে মাত্র ১৪৫ রান। গড়পড়তার নিচে ছিল তাদের ব্যাটিং। অথচ প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৮৫ ও দ্বিতীয়টিতে সমান সংখ্যক উইকেটে ২১৫ রান করেছিল তারা।

ওয়েস্ট ইন্ডিজ এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়। ১৯ ওভারে ২ উইকেটে ১৫০ রান করে তারা। জিমি নিশামকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক রভম্যান পাওয়েল। তাতে উইন্ডিজ ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ শেষ করলো। সব ফরম্যাট মিলিয়ে পাঁচ ম্যাচ পর প্রথম জয় পেলো তারা।

বাঁহাতি স্পিনার আকিল হোসেন সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমে ২৮ রান খরচায় নেন ২উইকেট। অলরাউন্ডার ওডিন স্মিথ ক্যারিয়ার সেরা বোলিং করেন ৩ উইকেটে ২৯ রান দিয়ে।

ইনজুরিতে প্রথম দুই ম্যাচ বাইরে থাকা কিং রান তাড়া করতে নেমে আগ্রাসী ছিলেন, ৩৫ বলে করেন ৫৩ রান। ব্রুকস পুরো ইনিংসে ক্রিজে ছিলেন, ৫৯ বলে ৫৬ রান করেন। আর পাওয়েল ১৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আসেন।

নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন গ্লেন ফিলিপস। ১৩৪ রান করে সিরিজ সেরা তিনি। ম্যাচসেরা হয়েছেন ঝড়ো ইনিংস খেলা কিং।

বিজনেস আওয়ার/ ১৫ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: