বিজনেস আওয়ার ডেস্ক : রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় আগুন লাগে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বিজনেস আওয়ার/১৬ আগস্ট, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: