ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘সাকিব’ নাম রাখা খুদে ভক্তের দেখা পেলেন সাকিব

  • পোস্ট হয়েছে : ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • 155

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রিকেটের ধ্রুবতারা সাকিব আল হাসানের একজন খুদে ভক্ত নাঈম শেখ। এই ছোট্ট ক্রিকেটপ্রেমী সাকিবের এতটাই ভক্ত যে নিজের নাম রেখে দিয়েছে ‘সাকিব আল হাসান’।তার দীর্ঘদিনের ইচ্ছা প্রিয় ক্রিকেটারের দেখা পাওয়ার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা হয়ে গেল দুই সাকিবের।

বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে দেখা করার জন্য সারা দিন মিরপুর স্টেডিয়ামের আশপাশেই ঘুরঘুর করত নাঈম। মিরপুরেই তার বাড়ি। আজ সাকিবের দেখা পাওয়ার আশায় এসেছিল সে। ভাগ্যও সঙ্গে ছিল। ইন্টারনেটের বিপুল প্রসারের যুগে সাকিবও চিনে ফেলেন সেই ভক্তকে।

লুকিং গ্লাস খুলে সাকিব সেই ছেলেকে কাছে ডেকে নেন। পরিচয় জানার পর তাকে নিয়ে সাকিব স্টেডিয়ামে প্রবেশ করেন। জানা যায়, সাকিব তার নাম জিজ্ঞেস করার পর সে গর্বের সঙ্গে জবাব দেয়, ‘সাকিব আল হাসান’। তখন সাকিব হেসে তার নামে নাম রাখার কারণ জানতে চান। নাঈম তাকে জানান, ‘আমি নিজেই নিজের নাম সাকিব আল হাসান রেখেছি। আপনার খেলা ভালো লাগে বলে আপনার নামে নাম রেখেছি। ‘

এরপর ছোট্ট ভক্তকে নিয়ে মাঠে প্রবেশ করেন সাকিব। নিয়ে যান ইনডোরে। সেখানে সাকিবকে কয়েকটা বলও করেছে ছোট্ট সাকিব। এ সময় সে সাকিবের কাছে জার্সি-কেডসের আবদার করে। নাঈমের মাপের জার্সি-কেডস কিনতে একজনকে বাইরে পাঠিয়েছিলেন সাকিব। কিন্তু ভালো কোয়ালিটির পণ্য না পাওয়ায় সাকিব আগামীকাল নিজের জার্সি-কেডসই দিয়ে দেবেন বলে অঙ্গীকার করেন।

সাকিবের অনুশীলনে ঘণ্টাখানেক ছিল নাঈম। মিরপুরের বেষ্টনী পেরিয়ে কখনও ঢোকা হয়নি তার। সব সময় চেয়েছে খুব কাছ থেকে স্বপ্নের তারকাকে এক নজর দেখার। আজ খুদে নাঈমের সেই স্বপ্ন পূরণ হয়েছে।

ক্রিকেটের প্রতি প্রবল ভালোবাসা, আগ্রহ আছে বলে মিরপুরকে নিজের ঠিকানা বানিয়ে ফেলেছে নাঈম। ক্রিকেটার হওয়ার খুব ইচ্ছা তার। সাকিব আল হাসান হওয়ার ইচ্ছা তার। সেই স্বপ্ন পূরণে সাকিব কিছুটা হলেও অনুপ্রেরণা জোগাতে পারছেন, তা কম কিসের!

বিজনেস আওয়ার/ ১৬ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘সাকিব’ নাম রাখা খুদে ভক্তের দেখা পেলেন সাকিব

পোস্ট হয়েছে : ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রিকেটের ধ্রুবতারা সাকিব আল হাসানের একজন খুদে ভক্ত নাঈম শেখ। এই ছোট্ট ক্রিকেটপ্রেমী সাকিবের এতটাই ভক্ত যে নিজের নাম রেখে দিয়েছে ‘সাকিব আল হাসান’।তার দীর্ঘদিনের ইচ্ছা প্রিয় ক্রিকেটারের দেখা পাওয়ার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা হয়ে গেল দুই সাকিবের।

বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে দেখা করার জন্য সারা দিন মিরপুর স্টেডিয়ামের আশপাশেই ঘুরঘুর করত নাঈম। মিরপুরেই তার বাড়ি। আজ সাকিবের দেখা পাওয়ার আশায় এসেছিল সে। ভাগ্যও সঙ্গে ছিল। ইন্টারনেটের বিপুল প্রসারের যুগে সাকিবও চিনে ফেলেন সেই ভক্তকে।

লুকিং গ্লাস খুলে সাকিব সেই ছেলেকে কাছে ডেকে নেন। পরিচয় জানার পর তাকে নিয়ে সাকিব স্টেডিয়ামে প্রবেশ করেন। জানা যায়, সাকিব তার নাম জিজ্ঞেস করার পর সে গর্বের সঙ্গে জবাব দেয়, ‘সাকিব আল হাসান’। তখন সাকিব হেসে তার নামে নাম রাখার কারণ জানতে চান। নাঈম তাকে জানান, ‘আমি নিজেই নিজের নাম সাকিব আল হাসান রেখেছি। আপনার খেলা ভালো লাগে বলে আপনার নামে নাম রেখেছি। ‘

এরপর ছোট্ট ভক্তকে নিয়ে মাঠে প্রবেশ করেন সাকিব। নিয়ে যান ইনডোরে। সেখানে সাকিবকে কয়েকটা বলও করেছে ছোট্ট সাকিব। এ সময় সে সাকিবের কাছে জার্সি-কেডসের আবদার করে। নাঈমের মাপের জার্সি-কেডস কিনতে একজনকে বাইরে পাঠিয়েছিলেন সাকিব। কিন্তু ভালো কোয়ালিটির পণ্য না পাওয়ায় সাকিব আগামীকাল নিজের জার্সি-কেডসই দিয়ে দেবেন বলে অঙ্গীকার করেন।

সাকিবের অনুশীলনে ঘণ্টাখানেক ছিল নাঈম। মিরপুরের বেষ্টনী পেরিয়ে কখনও ঢোকা হয়নি তার। সব সময় চেয়েছে খুব কাছ থেকে স্বপ্নের তারকাকে এক নজর দেখার। আজ খুদে নাঈমের সেই স্বপ্ন পূরণ হয়েছে।

ক্রিকেটের প্রতি প্রবল ভালোবাসা, আগ্রহ আছে বলে মিরপুরকে নিজের ঠিকানা বানিয়ে ফেলেছে নাঈম। ক্রিকেটার হওয়ার খুব ইচ্ছা তার। সাকিব আল হাসান হওয়ার ইচ্ছা তার। সেই স্বপ্ন পূরণে সাকিব কিছুটা হলেও অনুপ্রেরণা জোগাতে পারছেন, তা কম কিসের!

বিজনেস আওয়ার/ ১৬ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: