বিজনেস আওয়ার ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসে আরো ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছেন। বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৯ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৬৬৯ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৫৯ কোটি ৬১ লাখ ৭৬ হাজার ৯৫৫ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ১০ লাখ ০৭ হাজার ৭১৪ জন।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৪ লাখ ৫৯ হাজার ৮১৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৪ লাখ ৫৬ হাজার ৯৫১ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে দুই হাজার ৮৬২ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৭ কোটি ১২ লাখ ৭৭ হাজার ২১০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬৩ হাজার ০৮৭ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪২ লাখ ৮৬ হাজার ২৫৬ জন। মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ১৩৪ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৪২ লাখ ০১ হাজার ২৮০ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৮১ হাজার ৮২৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/১৭ আগস্ট, ২০২২/পিএস