1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ফিলিস্তিনির দাতব্য সংস্থাগুলোর অফিসে তালা দিলো ইসরাইল
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

ফিলিস্তিনির দাতব্য সংস্থাগুলোর অফিসে তালা দিলো ইসরাইল

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের মানবাধিকার ও দাতব্য সংস্থাগুলোর অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ইসরাইল। অধিকৃত পশ্চিমতীরে বৃহস্পতিবার ইসরাইলি সেনারা ফিলিস্তিনি এসব মানবাধিকার ও দাতব্য সংস্থার অফিসে হানা দেয়।

সেখান থেকে সব কাগজপত্র জব্দ করে এগুলোর দরজা ওয়েল্ডিং করে বন্ধ করে সিলগালা করে দেয় ইসরাইলি সেনারা। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানায়।

ইসরাইলের দারি ফিলিস্তিনি এসব মানবাধিকার সংস্থা সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে যুক্ত। তবে ইসরাইলের এসব মনগড়া অভিযোগ ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ, যারা ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তা দিয়ে আসছে, তারাও অস্বীকার করেছে।

মানবাধিকার সংগঠন আল-হক জানিয়েছে, ইসরাইলি সেনারা বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রামাল্লাহ শহরে অবস্থিত তাদের কার্যালয়ে অভিযান চালায়।

এর পর একে একে ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন, দ্যা বিসান সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভলপম্যান্ট, দ্যা ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান ওম্যানস কমিউনিটিস এবং দ্যা অ্যাগরিকালচারাল ওয়ার্ক কমিটির অফিসে অভিযান চালায়।

বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ