বিজনেস আওয়ার ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসে আরো সাড়ে ৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন। শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৯ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার ৮১০ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৫৯ কোটি ৯১ লাখ ২১ হাজার ৫৬৬ জন। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৬ হাজার ২৪৪ জন।
শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৪ লাখ ৬৯ হাজার ৯১১ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৪ লাখ ৬৬ হাজার ৭৮৭ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে তিন হাজার ১২৪ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৭ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৬৭০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬৫ হাজার ৫১৫ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৮৯০ জন। মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ২৮৯ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ২৩৭ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৮২ হাজার ৪৫৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২০ আগস্ট, ২০২২/ এস এইচ