ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রিজার্ভে টান, নতুন সিদ্ধান্ত ভুটানের

  • পোস্ট হয়েছে : ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • 42

আন্তর্জাতিক ডেস্ক: আট লক্ষেরও কম জনসংখ্যার দেশ অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে আছে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে প্রায় পর্যটনশূন্য দেশটি। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরও খারাপ হয়েছে অর্থনৈতিক অবস্থা। এমন পরিস্থিতিতে রিজার্ভে টান পড়েছে দেশটির। বৈদেশিক মুদ্রা বাঁচাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার।

ভুটানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে উল্লেখযোগ্যহারে। ফলে ব্যয় কমাতে যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দেশটির সরকার। জানা গেছে, ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুটানের হাতে ১৪৬ কোটি ডলার রিজার্ভ ছিল। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরের হিসাব অনুযায়ী, এক ধাক্কায় তা কমে দাঁড়িয়েছে ৯৭ কোটি ডলারে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভুটনার সরকার জানিয়েছে, কিছু বিশেষ যাত্রিবাহী যানবাহন, ভারী আর্থমুভিং মেশিন এবং কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যতীত বাকি সব যানবাহন আমদানি নিষিদ্ধ করা হচ্ছে। খবর রয়টার্সের

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শুধু পর্যটন শিল্পে কাজে লাগানোর জন্যই এই যাত্রিবাহী যানবাহনগুলো আমদানি করা হবে।

ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির গত মাসে প্রকাশিত তথ্য অনুসারে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরের শেষে ৯৭০ মিলিয়ন ডলারে নেমে এসেছিল। এটি ২০২১ সালের এপ্রিলে ১.৪৬ বিলিয়ন ডলার ছিল।

দৈনিক কুয়েনসেল সংবাদপত্র বলেছে যে, ভুটান গত জুন থেকে ৮ হাজারের বেশি যানবাহন আমদানি করেছে এবং এটি রিজার্ভ হ্রাসের প্রধান কারণগুলোর মধ্যে একটি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রিজার্ভে টান, নতুন সিদ্ধান্ত ভুটানের

পোস্ট হয়েছে : ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: আট লক্ষেরও কম জনসংখ্যার দেশ অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে আছে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে প্রায় পর্যটনশূন্য দেশটি। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরও খারাপ হয়েছে অর্থনৈতিক অবস্থা। এমন পরিস্থিতিতে রিজার্ভে টান পড়েছে দেশটির। বৈদেশিক মুদ্রা বাঁচাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার।

ভুটানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে উল্লেখযোগ্যহারে। ফলে ব্যয় কমাতে যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দেশটির সরকার। জানা গেছে, ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুটানের হাতে ১৪৬ কোটি ডলার রিজার্ভ ছিল। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরের হিসাব অনুযায়ী, এক ধাক্কায় তা কমে দাঁড়িয়েছে ৯৭ কোটি ডলারে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভুটনার সরকার জানিয়েছে, কিছু বিশেষ যাত্রিবাহী যানবাহন, ভারী আর্থমুভিং মেশিন এবং কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যতীত বাকি সব যানবাহন আমদানি নিষিদ্ধ করা হচ্ছে। খবর রয়টার্সের

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শুধু পর্যটন শিল্পে কাজে লাগানোর জন্যই এই যাত্রিবাহী যানবাহনগুলো আমদানি করা হবে।

ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির গত মাসে প্রকাশিত তথ্য অনুসারে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরের শেষে ৯৭০ মিলিয়ন ডলারে নেমে এসেছিল। এটি ২০২১ সালের এপ্রিলে ১.৪৬ বিলিয়ন ডলার ছিল।

দৈনিক কুয়েনসেল সংবাদপত্র বলেছে যে, ভুটান গত জুন থেকে ৮ হাজারের বেশি যানবাহন আমদানি করেছে এবং এটি রিজার্ভ হ্রাসের প্রধান কারণগুলোর মধ্যে একটি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: