ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে রাশিয়ার খাদ্য ও সার পৌঁছাতে কাজ করছে জাতিসংঘ

  • পোস্ট হয়েছে : ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • 78

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ ‌রাশিয়ার খাদ্য ও সার বিশ্ববাজারে পৌঁছানোর বাধা দূর করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (২০ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুল শহরে রপ্তানি সমন্বয়ের একটি কেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেন।

গুতেরেস বলেন, ২০২২ সালে সার ছাড়া ২০২৩ সালে পর্যাপ্ত খাবার উৎপাদন করা সম্ভব হবে না। বিশ্ববাজারে খাদ্য ও সারের দাম কম রাখতে হলে অবশ্যই ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্য ও সার বাজারে আনতে হবে। আর এই কাজটি খুব গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, তুরস্কে জাতিসংঘের মধ্যস্ততায় সই হওয়া চুক্তির আওতায় এখন পর্যন্ত কৃষ্ণ সাগর বন্দর দিয়ে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন শস্য রপ্তানি করা হয়েছে।

ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি খাদ্য ও সারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ওই নিষেধাজ্ঞার মারাত্মক প্রভাব পড়েছে বিশ্ব খাদ্য ও সারের বাজারে।

গুতেরেস বলেন, জাতিসংঘ শিপিং, বীমা এবং অর্থনৈতিক বিষয়গুলোর ওপর থাকা বাধা দূর করতে ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে।

চলতি সপ্তাহে গুতেরেস ইউক্রেন সফর করেন। সে সময় তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সূত্র: আল-জাজিরা

বিজনেস আওয়ার/২১ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্ববাজারে রাশিয়ার খাদ্য ও সার পৌঁছাতে কাজ করছে জাতিসংঘ

পোস্ট হয়েছে : ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ ‌রাশিয়ার খাদ্য ও সার বিশ্ববাজারে পৌঁছানোর বাধা দূর করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (২০ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুল শহরে রপ্তানি সমন্বয়ের একটি কেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেন।

গুতেরেস বলেন, ২০২২ সালে সার ছাড়া ২০২৩ সালে পর্যাপ্ত খাবার উৎপাদন করা সম্ভব হবে না। বিশ্ববাজারে খাদ্য ও সারের দাম কম রাখতে হলে অবশ্যই ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্য ও সার বাজারে আনতে হবে। আর এই কাজটি খুব গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, তুরস্কে জাতিসংঘের মধ্যস্ততায় সই হওয়া চুক্তির আওতায় এখন পর্যন্ত কৃষ্ণ সাগর বন্দর দিয়ে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন শস্য রপ্তানি করা হয়েছে।

ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি খাদ্য ও সারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ওই নিষেধাজ্ঞার মারাত্মক প্রভাব পড়েছে বিশ্ব খাদ্য ও সারের বাজারে।

গুতেরেস বলেন, জাতিসংঘ শিপিং, বীমা এবং অর্থনৈতিক বিষয়গুলোর ওপর থাকা বাধা দূর করতে ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে।

চলতি সপ্তাহে গুতেরেস ইউক্রেন সফর করেন। সে সময় তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সূত্র: আল-জাজিরা

বিজনেস আওয়ার/২১ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: