আন্তর্জাতিক ডেস্ক : উত্তর এবং পূর্ব ভারতে বৃষ্টিপাতের জেরে ধস এবং বন্যার ঘটনায় গত তিন দিনে অন্তত ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে।
রবিবার (২১ আগস্ট) সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, হিমাচল প্রদেশ, ঝারখণ্ড, ওড়িশা ও উত্তরাখাণ্ডে প্রবল বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হয়েছে।
হিমাচল প্রদেশে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১০ জন। মান্ডি এলাকায় এখনও নিখোঁজ রয়েছে ছয় জন। আশঙ্কা করা হচ্ছে এদের সবার মৃত্যু হয়েছে।
উত্তরাখণ্ডে মারা গেছে চার জন এবং ১০ জন নিখোঁজ রয়েছে। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়ক ও সেতু প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি গ্রাম থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ওড়িশায় বন্যার কারণে ইতোমধ্যে ৫০০ গ্রামের প্রায় চার লাখ ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নতুন করে ভারী বর্ষণের কারণে পরিস্থিতি আরও বিপর্যয়কর হয়ে উঠেছে। কর্মকর্তা রাজ্যে বন্যায় ছয় জনের মৃত্যুর খবর জানিয়েছেন।
বিজনেস আওয়ার/ ২১ আগস্ট,২০২২/ এস এইচ