বিজনেস আওয়ার প্রতিবেদক : মাত্র ৪ দিনের ব্যবধানে ফের সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১২২৫ টাকা বেড়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৩ হাজার ২৮১ টাকা। যা রবিবার পর্যন্ত ছিল ৮২ হাজার ৫৬ টাকা। সোমবার (২২ আগস্ট) সোনার নতুন দাম কার্যকর হবে।
রবিবার (২১ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (২২ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
নতুন দাম অনুযায়ী, সোমবার (২২ আগস্ট) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৮ হাজার ১১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬ হাজার ২২১ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
রবিবার পর্যন্ত ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮২ হাজার ৫৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৫ হাজার ২৮৭ টাকা বিক্রি হয়েছে।
বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২২/কমা