বিজনেস আওয়ার প্রতিবেদক : চলতি বছর দেশে একদিনে সর্বোচ্চ ১৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২১ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া ১৩৫ জনের মধ্যে ১১৬ জনই ঢাকার। বাকিরা দেশের বিভিন্ন জেলার। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন। আর চলতি মাসে ডেঙ্গুতে ১ হাজার ৮২০ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫৪ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতে ভর্তি ৩৯২ জন। বাকি ৬২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: