বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবসময় টেকসই উন্নয়নের দিকে দৃষ্টি দিতে হবে। সোমবার (২২ আগস্ট) সকালে বিসিএস কর্মকর্তাদে ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
নতুন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ কর্মকর্তারাই কাজ করবে। আপনারাই আমাদের কারিগর। আমরা শুধু পরিকল্পনা দিয়েছি, কারণ আমরা হয়তো অতদিন বেঁচে থাকতে পারব না। তরুণদেরকেই এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, ২০৪১ এ থামলে হবে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। ২১০০ সালের ডেল্টা প্লান সেটাও করে দিয়ে যাচ্ছি। উন্নয়নটা যেন সবসময় টেকসই হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। দেশের উন্নয়নে যা করেছি তা পৃথিবীতে বিরল, সেটা আর কেউ করেনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশে যারা ভূমি ও গৃহহীন রয়েছেন তাদেরকে শনাক্ত করে ঘর এবং জীবিকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কেউ বাদ পড়েছে কি না, তা খুঁজে বের করতে সরকার ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করছে।
বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২২/কমা