বিনোদন ডেস্ক : ভারতের তামিল সিনেমার সুপারস্টার ধানুশ চলতি বছরই ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে। বিবাহবিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে দেখা মিললো ধানুশ-ঐশ্বরিয়াকে। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ছবিতে এমনটা দেখা যায়।
ধানুশ-ঐশ্বরিয়া দম্পতির দুই পুত্র। তাদের নাম যাত্রা ও লিঙ্গা। ছবিতে দেখা যায়, ধানুশের ডান পাশে ছোট ছেলে লিঙ্গা, বাঁয়ে বড় ছেলে যাত্রা। তাদের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ধানুশ। যাত্রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন ঐশ্বরিয়া। মূলত, দুই সন্তানের কারণে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই দুই তারকা।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ধানুশ-ঐশ্বরিয়া দম্পতির বড় ছেলে যাত্রা স্কুলে স্পোর্টস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে। তার শপথ উপলক্ষে ছেলের স্কুলে গিয়েছিলেন এই প্রাক্তন দম্পতি। আনন্দগণ মুহূর্তটি ফ্রেমবন্দি করেন তারা; যা এখন অন্তর্জালে ভাইরাল।
বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২২/কমা