ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আগেই রণবীরের সঙ্গে থাকার কারণ জানালেন আলিয়া

  • পোস্ট হয়েছে : ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • 91

বিনোদন ডেস্ক :জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ব্যক্তিগত জীবনে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেছেন। তবে গত এপ্রিলে বিয়ের আগে থেকেই একসঙ্গে থেকেছেন এই জুটি।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাট। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকব না? এভাবেই দু’জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।’

আলিয়ার মতে, লিভ টুগেদার করলে দু’জনের একসঙ্গে অনেকটা সময় কাটে। এর ফলে সঙ্গীকে আরো ভালোভাবে জানা যায়। এছাড়া সুন্দর সব স্মৃতি তৈরি হয়।

বিয়ের উদ্দেশ্যেই একসঙ্গে থাকতে শুরু করেন আলিয়া ও রণবীর। কিন্তু করোনা মহামারির কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমরা বিয়ে করব ভেবেই একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু মহামারি শুরু হলো। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তারপর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।’

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটে রণবীর ও আলিয়ার প্রেমের শুরু। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর এ বছর এপ্রিলে বিয়ে করেন এই জুটি। এরপর গত জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন আলিয়া।

বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

বিয়ের আগেই রণবীরের সঙ্গে থাকার কারণ জানালেন আলিয়া

পোস্ট হয়েছে : ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক :জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ব্যক্তিগত জীবনে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেছেন। তবে গত এপ্রিলে বিয়ের আগে থেকেই একসঙ্গে থেকেছেন এই জুটি।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাট। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকব না? এভাবেই দু’জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।’

আলিয়ার মতে, লিভ টুগেদার করলে দু’জনের একসঙ্গে অনেকটা সময় কাটে। এর ফলে সঙ্গীকে আরো ভালোভাবে জানা যায়। এছাড়া সুন্দর সব স্মৃতি তৈরি হয়।

বিয়ের উদ্দেশ্যেই একসঙ্গে থাকতে শুরু করেন আলিয়া ও রণবীর। কিন্তু করোনা মহামারির কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমরা বিয়ে করব ভেবেই একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু মহামারি শুরু হলো। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তারপর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।’

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটে রণবীর ও আলিয়ার প্রেমের শুরু। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর এ বছর এপ্রিলে বিয়ে করেন এই জুটি। এরপর গত জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন আলিয়া।

বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: