বিজনেস আওয়ার প্রতিবেদক: লাল সিং চাড্ডা সিনেমার জন্য চার বছর সময় দিয়েছিলেন আমির খান। প্রত্যাশা ছিল বলিউডের বক্স অফিসের হাল ধরবে এই ছবি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে আমিরের এই ছবি। ছবির ব্যর্থতায় মন খারাপ আমিরের। তাই এবার লম্বা ব্রেক নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছেন আমির খান।
দুমাসের জন্য আমেরিকায় ছুটি কাটাবেন আমির। আসলে অভিনেতা তাঁর পরবর্তী কাজ শুরু করার আগে এই ব্রেকটাতে একটু সময় কাটাতে চাইছেন নিজের সঙ্গে।
আমিরের লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবরে পড়ার পর ডিজিটাল প্ল্যাটফর্মে ভর করে আশার আলো দেখছিল ছবির নির্মাতারা। কিন্তু, বক্স অফিসের করুন পরিস্থিতি দেখে ওটিটি প্ল্যাটফর্মগুলিও এই ছবি নিয়ে খুব একটা আগ্রহী নয়।
বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট নাকি ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ছবির সম্প্রচারের জন্য রীতিমতো দর কষাকষি শুরু করে দিয়েছেন। ১৫০ কোটি টাকা থেকে এই দর কষাকষি শুরু হয়। ছয় মাসের আগেই নেটফ্লিক্সে ছবি মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এদিকে নেটফ্লিক্স শেষ পর্যন্ত ৫০ কোটিতে এসে আমিরের সঙ্গে চুক্তি ফাইনাল করেছে।
বিজনেস আওয়ার/ ২৩ আগস্ট, ২০২২/ এস এইচ