আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসে আরো পৌনে আট লাখ মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬০ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৭৭৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৬০ কোটি ১৮ লাখ ১০ হাজার ৭২৫ জন। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৬ হাজার ০৪৮ জন।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৪৬১ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৪ লাখ ৭৪ হাজার ২৫১ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে দুই হাজার ২১০ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৭ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার ৪৪০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৯৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬৬ হাজার ৪১৬ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ১৯৫ জন। মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫২ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৩২৩ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৮২ হাজার ৯৪১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২২/পিএস