বিজনেস আওয়ার প্রতিবেদক:গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। বলিউড সিনেমার অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গত মে মাসে না ফেরার দেশে চলে গেছেন এই গায়ক। ২৩ আগস্ট তার ৫৪তম জন্মদিন।
এদিকে বিশেষ এই দিনে একটি আবেগঘন পোস্ট করেছেন কেকে’র স্ত্রী জ্যোতি কৃষ্ণা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লাভ আকৃতির একটি ফ্রেমে কেকের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায়, তারা পরস্পরকে জড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে জ্যোতি কৃষ্ণা লিখেছেন, ‘শুভ জন্মদিন, সুইটহার্ট। তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক মনে পড়ছে। এটা খুবই বেদনাদায়ক।’
কেকে যখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়তেন তখন জ্যোতির সঙ্গে তার প্রথম দেখা হয়। এরপর থেকে বন্ধু, প্রেমিকা ও পরবর্তী সময়ে স্ত্রী হিসেবে এই গায়কের পাশে থেকেছেন জ্যোতি।
তবে খুব সহজে তাদের সম্পর্ক পেয়েছে তা কিন্তু নয়। জ্যোতির পরিবার কেকে’র সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না। কারণ তিনি তখন বেকার ছিলেন। পরে সেলসম্যানের চাকরি নেন এই শিল্পী। আর চাকরি পাওয়ার পরই বিয়ের কাজটি সেরে নেন জ্যোতি-কেকে। ১৯৯১ সালে বিয়ে করেন কেকে। এরপর ১৯৯৪ সালে বলিউডে তার যাত্রা শুরু হয়। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে।
বলিউডের ‘রোগ’(২০০৫), ‘গ্যাংস্টার’(২০০৬), ‘ওহ লামহে’ (২০০৬), ‘ওম শান্তি ওম’ (২০০৭), ‘লাইফ ইন অ্যা মেট্রো’ (২০০৭), ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪), ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫) সহ অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কেকে। হিন্দির পাশাপাশি বাংলা, তামিল, কন্নড়, মালায়ালাম, মারাঠি, অসমীয়া ভাষার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।
গত ৩১ মে কলকাতার গুরুদাস বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কেকে। সেখানে নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত কলকাতা সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিজনেস আওয়ার/ ২৪ আগস্ট, ২০২২/ এম এম