আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসকে সম্পূর্ণ নিরাময় করতে পারে এমন ভ্যাকসিন নাও আবিষ্কার হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস। সোমবার (৩ আগস্ট) প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেনতিনি।
তিনি বলেন, এই সংকটময় পথ অনেক দীর্ঘ হতে পারে বিশ্ববাসীর জন্য। বিশ্ব করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও সময় লাগতে পারে। কারণ করোনাভাইরাসকে একেবারে নিশ্চিহ্ন করতে সক্ষম এমন ভ্যাকসিন আমরা নাও পেতে পারি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা, হাত ধোয়া ও আক্রান্ত ব্যক্তি শনাক্তে নিয়মিত পরীক্ষা করা অব্যাহত রাখতে হবে। নিজেকে নিরাপদ রাখতে এ সবই মেনে চলতে হবে। এ সংকটকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে সংহতির প্রতীক হয়ে উঠতে পারে ফেস মাস্ক।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসটিতে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ২১ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৯৩২ জনের। ভ্যাকসিন ছাড়া এরইমধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৩০ হাজার মানুষ।
বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২০/এ