ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে রোহিঙ্গাদের ৫ বছর

  • পোস্ট হয়েছে : ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক : আজ ২৫ আগস্ট। মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার পাঁচ বছর পূর্ণ হল। কক্সবাজারের ৩৪টি ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বেড়ে চললেও থমকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া।

সেই সাথে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে বাড়ছে নানা রকমের অপরাধ। তারা জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধের সাথে। ফলে দিন দিন এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন জরুরী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের মুখে প্রাণে ভয়ে ২০১৭ সালের ২৫ অগাস্ট থেকে মাত্র কয়েকদিনের ব্যবধানে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী। এর আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ মোট শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ লাখের বেশি। এতে করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে।

গত পাঁচ বছরে ক্যাম্পে জন্ম দিয়েছে আরও ১ লাখ রোহিঙ্গা শিশু। বর্তমানে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের ৩৪টি ক্যাম্পে এসব রোহিঙ্গাদের বসতি। এছাড়া নোয়াখালীর ভাসানচরেও কিছু রোহিঙ্গাকে নেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৫ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশে রোহিঙ্গাদের ৫ বছর

পোস্ট হয়েছে : ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : আজ ২৫ আগস্ট। মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার পাঁচ বছর পূর্ণ হল। কক্সবাজারের ৩৪টি ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বেড়ে চললেও থমকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া।

সেই সাথে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে বাড়ছে নানা রকমের অপরাধ। তারা জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধের সাথে। ফলে দিন দিন এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন জরুরী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের মুখে প্রাণে ভয়ে ২০১৭ সালের ২৫ অগাস্ট থেকে মাত্র কয়েকদিনের ব্যবধানে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী। এর আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ মোট শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ লাখের বেশি। এতে করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে।

গত পাঁচ বছরে ক্যাম্পে জন্ম দিয়েছে আরও ১ লাখ রোহিঙ্গা শিশু। বর্তমানে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের ৩৪টি ক্যাম্পে এসব রোহিঙ্গাদের বসতি। এছাড়া নোয়াখালীর ভাসানচরেও কিছু রোহিঙ্গাকে নেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৫ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: