স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবাল ও ভাই নাফিস ইকবালহ চারজন। সেসময় স্ত্রী-সন্তান নিয়ে ঢাকাতে অবস্থান করায় তামিককে কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। কিন্তু তামিমকে এবার কোয়ারেন্টাইনে যেতেই হলো।
তামিমকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সরকারি নিয়ম অনুসারে। গত ২৫ জুলাই পেটের ব্যথার চিকিৎসা করাতে লন্ডন গিয়েছিলেন তামিম ইকবাল। সেখানে কয়েকটি পরীক্ষা করে দেশে ফেরেন ঈদের দিন সকালে। যেহেতু বিদেশ থেকে এসেছেন, তাই বাধ্যতামূলক দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাকে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে।
এ প্রসঙ্গ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সরকারি নিয়ম অনুযায়ী এই মুহুর্তে তামিম হোম কোয়ারেন্টিনে আছেন। আমরা তার খোঁজ রাখছি। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ই নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করা হবে তামিমের। সেখানে ফল নেগেটিভ আসলে নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে ফিরতে পারেন ওয়ানডে অধিনায়ক। সবকিছুই আমরা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, আগামী শনিবার (৮ আগস্ট) থেকে আবার ব্যক্তিগত অনুশীলনে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দলগত অনুশীলনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করবে বিসিবি। ঈদের আগে অল্পসংখ্যক ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন করলেও সংখ্যাটা শনিবার থেকে বাড়তে পারে।
বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২০/এ