ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত

  • পোস্ট হয়েছে : ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক: হবিগঞ্জে দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চা শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা বাগানে বাগানে সভা, সমাবেশ, মানববন্ধন করেন। অব্যাহত ধর্মঘটের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলার চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ ও মাধবপুরের ফাঁড়িসহ ৪১টি চা বাগানের মালিকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্মঘট থেকে শ্রমিকদের ফেরাতে চেষ্টা করছেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসাররা। তারা শ্রমিকদের নিয়ে একের পর এক সভা করছেন। তবে শ্রমিকরা দাবি আদায়ে অনড় রয়েছেন।

বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, চা গাছের পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। এভাবে থাকায় পাতাগুলো উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলছে। এর আগে উত্তোলন করা পাতাগুলো শুকিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে।

৩০০ টাকা মজুরি আদায়ে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। গত ১১ আগস্ট সন্ধ্যায় হবিগঞ্জের ১০ জন শ্রমিক নেতার সঙ্গে শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই শনিবার ১৩ আগস্ট থেকে টানা ধর্মঘটের ডাক দেয় চা শ্রমিকরা।

বিজনেস আওয়ার/ ২৫ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত

পোস্ট হয়েছে : ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: হবিগঞ্জে দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চা শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা বাগানে বাগানে সভা, সমাবেশ, মানববন্ধন করেন। অব্যাহত ধর্মঘটের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলার চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ ও মাধবপুরের ফাঁড়িসহ ৪১টি চা বাগানের মালিকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্মঘট থেকে শ্রমিকদের ফেরাতে চেষ্টা করছেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসাররা। তারা শ্রমিকদের নিয়ে একের পর এক সভা করছেন। তবে শ্রমিকরা দাবি আদায়ে অনড় রয়েছেন।

বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, চা গাছের পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। এভাবে থাকায় পাতাগুলো উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলছে। এর আগে উত্তোলন করা পাতাগুলো শুকিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে।

৩০০ টাকা মজুরি আদায়ে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। গত ১১ আগস্ট সন্ধ্যায় হবিগঞ্জের ১০ জন শ্রমিক নেতার সঙ্গে শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই শনিবার ১৩ আগস্ট থেকে টানা ধর্মঘটের ডাক দেয় চা শ্রমিকরা।

বিজনেস আওয়ার/ ২৫ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: