আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ত্রুটির ব্যর্থতার দায় নিয়ে দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন। জাপান টাইম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার জাতীয় পুলিশ সংস্থার প্রধান ইতারু নাকামুরা শিনজো আবের হত্যাকাণ্ডে নিরাপত্তা ত্রুটির দায় নিতে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় জননিরাপত্তা কমিশনে পদত্যাগের একটি চিঠি জমা দিয়েছেন।
সংসদের উচ্চকক্ষের নির্বাচন সামনে রেখে গত ৮ জুলাই জাপানের নারা শহরে নির্বাচনি প্রচারে অংশ নেন শিনজো আবে। সেখানেই তাকে গুলি করে হত্যা করেন এক ব্যক্তি।
বিজনেস আওয়ার/২৫ আগস্ট, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: