বিজনেস আওয়ার প্রতিবেদক : চলতি এশিয়া কাপে অধিনায়ক সাকিব আল হাসানের সহকারি হিসেবে কাজ করবেন আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) আফিফকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে।
শনিবার (২৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২-এ আফিফ হোসেন ধ্রুবর নাম সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করছে।
বিবৃতিতে আরও বলা হয় আফিফ, ২০১৮ সালের ফেব্রিয়ারিতে অভিষেকের পর থেকে বাঁহাতি এই ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।
সম্প্রতি দারুণ ধারবাহিক খেলছেন আফিফ। তারই পুরষ্কার পেলেন সহ-অধিনায়ক হয়ে। ৪৭ টি-টোয়েন্টিতে ১৯.৩৮ গড়ে করেছেন ৬৯৮ রান। স্ট্রাইকরেট ১১৮.১০।
বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট থেকে। এদিন শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল। তারা আজ শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে।
বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২২/কমা